পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুধ সম্পর্ক সাব্যস্ত হওয়ার জন্য কতবার দুধ পান করা আবশ্যক?

প্রশ্নঃ কোনো একটা ফতোয়া বিভিন্ন মাযহাবের মধ্যে ভিন্ন হলে সেক্ষেত্রে তারা কি নিজের ফতোয়ার ব্যাখ্যা বা যুক্তি খন্ডন করে গেছে? আমি আসলে দুধ সন্তান হওয়ার ক্ষেত্রে ১ বার আর ৫ বার খাওয়ার ব্যপারটা নিয়ে চিন্তিত। একইসাথে হানাফি(রাঃ) আর মালেক(রাঃ) দুইজনই ভুল হবে এমনটাও ভাবা যাচ্ছে না, আবার আয়েশা(রাঃ) এর কথাও ফেলে দেই কিভাবে তা ভাবছি, সে বলেছে ৫ বার খাওয়ার আয়াতটা হযরত মুহাম্মদ (peace be upon him) এর ইন্তেকাল এর পরেও কুরআন এর আয়াত হিসেবে তিলাওয়াত হত। (নিবেদক আনিকা অনন্যা।) উত্তরঃ হ্যাঁ অবশ্যই।   যে মাসআলাগুলো মতানৈক্যপূর্ণ সেগুলো প্রত্যেক মাজহাবই নিজেদের অবস্থান দলিলের আলোকে প্রমাণ করেছেন এবং অন্যদের দলিলের যথাযথ উত্তর প্রদান করেছেন।  দুধ পান করার মাসআলায় হানাফীদের মাজহাব অত্যন্ত শক্তিশালী এবং অধিকাংশ সাহাবী-তাবেয়ীদের মাজহাব এটাই।  উমর ইবনুল খাত্তাব রাঃ, আলী রাঃ, ইবনে মাসউদ রাঃ, ইবনে আব্বাস রাঃ, জাবির রাঃ, কাসিম ইবনে মুহাম্মাদ রহঃ, সালিম ইবনে আব্দুল্লাহ রহঃ, তাউস রহঃ,  সায়ীদ ইবনে মুসায়্যিব রহঃ, উরওয়া ইবনে যুবায়ের রহঃ, আতা ইবনে আবি-রাবাহ রহঃ, ইবনে শিহাব রহঃ,  মাকহুল রহঃ, ইমাম মালেক রহঃ, এক বর্ণনা অ