ইসলামের আকিদা–বিশ্বাস সম্পর্কে বাংলা ভাষায় অনূদিত-প্রকাশিত কিছু কিতাব

ইসলামের মৌলিক আকিদা–বিশ্বাস জানতে বাংলা ভাষায় অনূদিত-প্রকাশিত নিম্নোক্ত কিতাবসমূহ মুতালাআ করতে পারেন

Beginner's Level : প্রাথমিক পর্যায়

একজন প্রাথমিক পর্যায়ের তালিবুল ইলম হিসেবে ইসলামের মৌলিক ও অকাট্য আকিদা–বিশ্বাসের বিবরণ সম্পর্কে সংক্ষেপে জানতে মুতালাআ করুন  : 

১. ঈমান ও আকীদা
মূল : হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলি থানবি রহ.
সংকলক : মাওলানা হাবীবুর রহমান খান
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ 

২. কালিমা ও নামাযের হাকীকত
মূল : মাওলানা মুহাম্মাদ মানযুর নু'মানি রাহ.
অনুবাদ : মাওলানা নাসীম আরাফাত
প্রকাশনী : বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স 

৩. দস্তূরে হায়াত – ইসলামী জীবনপদ্ধতি (শুধু আকিদা–বিশ্বাস সংশ্লিষ্ট অধ্যায়)
মূল : আল্লামা সাইয়িদ আবুল হাসান আলি নদবি রাহ.
অনুবাদ : মাওলানা শামসুল আরেফীন
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ 

৪. শুআবুল ঈমান
মূল : ইমাম বাইহাকি রহ.
প্রকাশনী : বাংলাদেশ ইসলামিক সেন্টার
[ বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত বইটির অনুবাদটি যথাযথ আছে কি না (অর্থাৎ, ইনসাফধর্মী অনুবাদ হয়েছে কি না তা) মুহাক্কিক কোনো আলিমের কাছে গিয়ে যাচাই করে নিলে ভালো হয়। এই প্রকাশনা সংস্থার বইগুলো (অনূদিত বা অন্যান্য) নিয়ে আমাদের প্রতিক্রিয়া মিশ্র। যেহেতু বাংলা ভাষায় ইমাম বাইহাকি রহ.-এর এই বইয়ের অনুবাদ বাংলাদেশ ইসলামিক সেন্টার ছাড়া অন্য কেউ করেছে বলে আমাদের জানা নেই, তাই এটি ছাড়া অন্য কোনোটি পড়তে পরামর্শ দিতে পারছি না। সেজন্যেই যাচাই করে পড়া কাম্য।] 

৫. ফুরুউল ঈমান – ঈমানের শাখা-প্রশাখা
মূল : হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলি থানবি রহ.
অনুবাদ : মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ 

৬. ঈমান সবার আগে
লেখক : মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ
[এই বই সার্বিকভাবে অনন্যসাধারণ। তবে এতে তাওহিদুল হাকিমিয়্যাহ (বিধানদাতা হিসেবে আল্লাহকে একক ও অদ্বিতীয় মানা) সংক্রান্ত বিধিবিধানের ওপর ভিত্তি করে তাকফির করা/না করার ক্ষেত্রে যে আলোচনা আছে তা আমরা কুরআন–সুন্নাহ এবং সালাফে সালিহিনের কর্মপন্থার আলোকে সম্পূর্ণ আপত্তিহীন ভাবতে পারছি না। লেখক মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহর ওপর আমাদের বাবা-মা কুরবান হোক ! হজরতের সাথে এই ইখতিলাফ কেবল দীনের স্বার্থেই।
তাই Beginner's Level তথা প্রাথমিক পর্যায়ের পাঠকদের বইটি পড়াতে কোনোরূপ সমস্যা হবে না, ইনশাআল্লাহ ; বরং বইটি আবশ্যিকভাবে সবারই পড়া উচিত। তবে তালিবুল ইলমদের মাঝে যারা Advanced Level তথা উচ্চতর পর্যায়ে বইটি মুতালাআয় রাখবেন, তারা অবশ্যই শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ রচিত কুফর ও তাকফির (কালান্তর প্রকাশনী) বইটি পাশাপাশি রেখে মুতালাআ করলে খুবই ভালো হয়।] 

Intermediate Level : মধ্যবর্তী পর্যায়

তালিবুল ইলমদের মাঝে যারা উপরে বর্ণিত Beginner's Level তথা প্রাথমিক পর্যায়ের ইসলামি মৌলিক আকিদা–বিশ্বাসের বিবরণ সংবলিত পুস্তিকা বা কিতাবসমূহ আদ্যোপান্ত মুতালাআ করে এসেছেন, তাদের জন্য এই Intermediate Level তথা মধ্যবর্তী পর্যায়ে নিম্নোক্ত কিতাবসমূহ ধারাবাহিকভাবে মুতালাআ করলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আমরা আশাবাদী। আল্লাহু আ'লাম। 

Intermediate Level তথা মধ্যবর্তী পর্যায়ের কিতাবসমূহ : 

১. ইসলামী আকীদা–বিশ্বাস (ইসলাম ও আমাদের জীবন সিরিজ : ১)
মূল : শাইখুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকি উসমানি
অনুবাদ : মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ 

২. আকিদাতুত তহাবি (ব্যাখ্যা ব্যতীত শুধু মূল মতনের বিশুদ্ধ অনুবাদ)
মূল : ইমাম আবু জা'ফর আহমাদ তহাবি হানাফি রহ.
অনুবাদক : মুফতি শরিফুল ইসলাম
সম্পাদনা : শাইখ আলী হাসান উসামা
PDF Download Link :  https://v.gd/XzcAMu

৩. তাকবিয়াতুল ঈমান – তাওহীদের পয়গাম
লেখক : ইমাম শাহ ইসমাইল শহিদ রহ.
ভূমিকা ও টীকা : আল্লামা সাইয়িদ আবুল হাসান আলি নদবি রাহ.
অনুবাদ : মাওলানা মুহাম্মাদ আব্বাস হানীফ
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ 

৪. তাওহিদের মর্মকথা
মূল : ইমাম ইবনু রজব হাম্বলি রহ.
অনুবাদক : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : কালান্তর প্রকাশনী 

৫. মুক্ত প্রাণের হে সন্ধানী (শুধুমাত্র প্রথম অধ্যায়)
লেখক : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
[তালিবুল ইলমদের জন্য এই বইটি সার্বিকভাবে Advanced Level তথা উচ্চতর পর্যায়ে পড়ার উপযুক্ত হলেও এই বইয়ের প্রথম অধ্যায় যা শুধুমাত্র তাওহিদ–এর ওপর ভিত্তি করে রচিত, এককথায় অনন্য। বাংলা ভাষায় এতটা চমকপ্রদ আঙ্গিকে, এতটা যুগোপযোগী ভাষায় তাওহিদের গুরুত্ব নিয়ে অন্য কোথাও লেখা হয়েছে কি না সন্দেহ ! তাওহিদের গুরুত্ব অন্তরে ধারণ করার জন্য এই অধ্যায়টি একজন তালিবুল ইলমের মুতালাআয় অবশ্যই রাখা উচিত।] 

৬. তাওহিদ প্রতিষ্ঠার সংগ্রামে
লেখক : আল্লামা সাইয়িদ আবুল হাসান আলি নদবি রহ.
অনুবাদ : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : শব্দতরু প্রকাশন 

৭. দাসত্বের মহিমা (আল-উবুদিয়্যাহ)
মূল : শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহ.
অনুবাদ : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান 

৮. প্রকৃত মুসলিম হতে হলে যা জানতে হবে
তত্ত্বাবধান : আল্লামা আবদুস সালাম চাটগামী
সংকলন : মুফতি হোসাইন আহমদ জাবের
প্রকাশনী : মাকতাবাতুল মাদানী 

Advanced Level : উচ্চতর পর্যায়

তালিবুল ইলমদের মাঝে যারা Beginner's Level তথা প্রাথমিক পর্যায় এবং Intermediate Level তথা মধ্যবর্তী পর্যায়ের পুস্তিকা–কিতাবসমূহ (যা উপরে উল্লেখকৃত হয়েছে, সেসব) আদ্যোপান্ত ইনহিমাকের সাথে মুতালাআ করেছেন, কেবল তারাই ইসলামের আকিদা–বিশ্বাসসমূহ বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণপূর্বক জানতে ও তাত্ত্বিক তাওহিদের পাশাপাশি তাওহিদে আমালি (কর্মগত তাওহিদ) সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে মুতালাআ করুন : 

১. আল-আকিদাতুল হাসানাহ
মূল : ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহ.
অনুবাদ ও ব্যাখ্যা : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : প্রত্যয় প্রকাশন 

২. ইসলামি আকিদা (৩ খণ্ডে)
লেখক : আল্লামা ইদরিস কান্ধলবি রহ.
অনুবাদ, সংকলন ও সম্পাদনা : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
[বাংলা ভাষায় আকিদা বিষয়ক সবচেয়ে পূর্ণাঙ্গ কিতাব বলা চলে এটিকে। এখনো পর্যন্ত কেবল এর প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, যা শুধু তাওহিদ-এর ওপর বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণমূলক আলোচনাসমৃদ্ধ। বাকি দুই খণ্ড ইনশাআল্লাহ পরবর্তীতে প্রকাশিত হবে।
অদ্যাবধি প্রকাশিত বইটির ১ম খণ্ড (আলোচ্য বিষয় : তাওহিদ) সম্পর্কে ধারণা পেতে নিম্নোক্ত লেখাটি পড়া যেতে পারে : https://cutt.ly/vmp7UAf
ইনশাআল্লাহ বইটি ইসলামের মৌলিক আকিদা–বিশ্বাসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংশ্লিষ্ট বাকি প্রায় বইয়ের উপযোগিতা কমিয়ে দিতে যথেষ্ট বলে আমরা আশাবাদী, আল্লাহু আ'লাম। উপরন্তু বিভিন্ন বাতিল ধর্ম–আকিদা–বিশ্বাস ইত্যাদির প্রামাণ্য আলোচনা সংবলিত (ইসলামি আকিদা–বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে সেসবের উপযুক্ত পর্যালোচনাসহ) এই বই বাংলা ভাষায় ইসলামের আকিদা–বিশ্বাস সংক্রান্ত সবচেয়ে উঁচু মানের কাজের একটি বলে বিবেচিত হবে, ইনশাআল্লাহ। তখন এই একটি বই (৩ খণ্ডে) ইসলামের মৌলিক আকিদা–বিশ্বাসের ব্যাখ্যা-বিশ্লেষণে সব চাহিদা পূরণে যথেষ্ট হবে বলে আমাদের বিশ্বাস।] 

৩. মিল্লাতে ইবরাহিমের জাগরণ
মূল : শাইখ মুদ্দাসসির আহমাদ ইবনু আরশাদ লুধিয়ানবি রহ.
অনুবাদ : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : রুহামা পাবলিকেশন 

৪. সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ
লেখক : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : শব্দতরু প্রকাশন 

৫. কুফর ও তাকফির
লেখক : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
[কুফর ও তাকফির বিষয়ে বাংলা ভাষায় সবচেয়ে পূর্ণাঙ্গ কিতাব। এটি পড়লে ইনশাআল্লাহ ইমান, কুফর, তাকফির, তাকফিরের বিধানের সাথে সংশ্লিষ্ট শরয়ি সতর্কতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ইমান ভাঙার কারণ, বৈশ্বিক মু[জা]হিদদের মানহাজ ও তাকফিরনীতি ইত্যাদি নিয়ে আর কোনো সন্দেহ-সংশয় থাকবে না বলেই আমাদের বিশ্বাস। তবে আপনাকে অবশ্যই আমরা ধারাবাহিকভাবে মুতালাআ করার অনুরোধ জানাব।
বইটি সম্পর্কে বিশদ জানতে ও এব্যাপারে বইটি কেন এককথায় অনন্য, তা এই লেখাটি পড়লে ইনশাআল্লাহ পাঠক আরও স্বচ্ছ ধারণা পাবেন বলে আমরা আশাবাদী : https://bit.ly/3h3jYc0

৬. ফিতনার বজ্রধ্বনি
লেখক : শাইখ আলী হাসান উসামা
প্রকাশনী : কালান্তর প্রকাশনী 

৭. কালিমায়ে তাইয়েবা - বিশ্লেষণ ও ঈমান ভঙ্গের কারণ
মূল : শায়খ মুহাম্মাদ বিন সাইদ কাহতানি রাহ. এবং মাওলানা মুহাম্মাদ মানযুর নু'মানি রাহ.
অনুবাদ : মাওলানা সফিউল্লাহ ফুআদ
প্রকাশনী : সওগাত প্রকাশন
পরিবেশক : মাকতাবাতুন নুর
[এই বইয়ের অনুবাদের বিশুদ্ধতা নিয়ে আহলুল ইলমের আপত্তি আছে। তালিবুল ইলমদের জন্য সার্বিকভাবে বইটি নির্ভরযোগ্য হলেও, সাধারণদের উপকৃত হতে বেশ বেগ পেতে হবে। একাডেমিক লেবেলে যারা ধারাবাহিক পড়াশোনা করেছেন/করছেন, তারা মোটামুটি উপকৃত হতে পারবেন বলে আমরা আশাবাদী। তাছাড়া ইমান ভাঙার কারণ, ইমানের শর্ত এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে এটির পাশাপাশি শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ রচিত কুফর ও তাকফির (কালান্তর প্রকাশনী) বইটি পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট হবে।] 

৮. আল-ওয়ালা ওয়াল-বারা
লেখক : শাইখ আবু মুহাম্মাদ আইমান
প্রকাশনী : আল-হিদায়া পাবলিকেশন 

৯. উম্মাহর ভুলে যাওয়া আকিদা — আল-ওয়ালা ওয়াল-বারা
লেখক : শাইখ ইকবাল কিলানি, ড. সালিহ আল-ফাউযান এবং মুহা আল-বুনইয়ান রহ.
অনুবাদ : এনামুল হক মাসউদ ও রাফি মুহাম্মাদ
প্রকাশনী : আর-রিহাব পাবলিকেশন্স 

১০. তাওহিদুল হাকিমিয়্যাহ
লেখক : আকিল ইবনু রাদি
সম্পাদনা : মুনীরুল ইসলাম ইবনু জাকির
প্রকাশনী : Firasah - ফিরাসাহ

------------------ 
দিকনির্দেশনায় : বুহুস - Buhus গ্রুপ এডমিন প্যানেল (তালিকা হালনাগাদ : ১৮ জিলকদ, ১৪৪২ হিজরি) 
পূর্ববর্তী তালিকার সার্বিক তত্ত্বাবধান : শাইখ আলী হাসান উসামা (ফাক্কাল্লাহু আসরাহ)

আরও দেখুন - আহলে ইলমদের জন্য আকিদা বিষয়ক গুরুত্বপূর্ণ কিতাবের তালিকা

মন্তব্যসমূহ

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf