ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

এণ্ড্রয়েড এবং পিসিতে কিভাবে মাকতাবা শামেলা (Maktaba Shamela) ব্যবহার করবেন?

আলহামদুলিল্লাহ্। অবশেষে মাকতাবা শামেলা (Maktaba Shamela) এর উইণ্ডোজ এবং এণ্ড্রয়েড উভয় ভার্সনই অসংখ্য কিতাবাদি সহ সফল ভাবে আপলোড করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ্। এণ্ড্রয়েড এবং পিসির জন্য মাকতাবা শামেলা সকল কিতাবসহ কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইন্সটল করে ব্যবহার করবেন তা নিচে দেয়া হলোঃ

মাকতাবায়ে শামেলা ৩.৪৮ সম্পুর্ণ ডাউনলোড

[ মাকতাবা শামেলা - এণ্ড্রয়েড ভার্সন ]


এণ্ড্রয়েডের ভার্সনের জন্য আপনার মোবাইলে কমপক্ষে প্রায় ১৪ জিবি ফাঁকা মেমোরীর প্রয়োজন হবে।

► মাকতাবা শামেলা এণ্ড্রয়েড ভার্সন প্লেস্টোরেঃ https://play.google.com/store/apps/details?id=shamela.ws
► অথবা APK ডাউনলোড http://www.mediafire.com/file/ysew9t29kz8iuuv/shamela_android_v9.5.apk
► সমস্ত কিতাবাদিঃ http://www.mediafire.com/file/j7nngaahfnqvzc0/shamela.ws.7z

ইন্সটল দেয়ার নিয়মবলীঃ
১। প্রথমে উপরের ২টি ফাইল ডাউনলোড করুন।
২। মাকতাবা শামেলা এপটি এণ্ড্রয়েডে ইন্সটল করে নিন।
৩। সকল কিতাবাদিগুলো আনজিপ করে sdcard এ রাখুন।
৪। সবশেষে মাকতাবা শামেলা এপটি রান করে ব্যবহার করুন।

সমস্ত কিতাবাদির ফাইলটি কম্পিউটার থেকে আনজিপ করতে সেভেন জিপ (7zip) ব্যবহার করতে পারেন কিংবা মোবাইল থেকে আনজিপ করতে রার (RAR) ব্যবহার করতে পারেন।

[ কম্পিউটার থেকে আনজিপ করতে ]
১। এখান থেকে 7zip সফটওয়্যারটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল করুন।
সেভেন জিপ (7zip) : http://www.mediafire.com/file/lq29i4hvzgp3ol0/7z1604.exe
২। shamela.ws.7z নামক ফাইলটিকে সেভেন জিপ (7zip) নামক সফটওয়্যার দিয়ে আনজিপ করুন।
৩। এখন shamela.ws নামক ফোল্ডারটিকে (shamela.ws.7z ফাইলটিকে আনজিপ করলে অসংখ্য ফাইল সমৃদ্ধ shamela.ws নামক ফোল্ডার পাওয়া যাবে) কপি করে মেমোরী কার্ডে ঢুকেই পেস্ট করুন। অন্যকোন ফোল্ডারে রাখবেন না। তাতে বাড়তি ঝামেলা পোহাতে হবে।

[ এণ্ড্রয়েড থেকে আনজিপ করতে ]
১। এখান থেকে রার এপটি ডাউনলোড করে এণ্ড্রয়েডে ইন্সটল করুন।
RAR : https://play.google.com/store/apps/details?id=com.rarlab.rar&hl=en
২। RAR এপটি চালু করে shamela.ws.7z নামক ফাইলটিকে সরাসরি sdcard এর মাঝে আনজিপ করে নিন। shamela.ws.7z কে আনজিপ করলে সেটা shamela.ws নামক একটা ফোল্ডার তৈরি হয়ে সকল বই সেখানে জমা হবে। সুতরাং বাড়তি shamela.ws নামক ফোল্ডার তৈরি করার কোন দরকার নেই। এই প্রক্রিয়াটা সবথেকে বেশি সময় নিবে এবং এর জন্য কোন ইন্টারনেট কানেকশনের দরকার নেই। শুধুমাত্র ডাউনলোড করার সময় ইন্টারনেট দরকার হবে।
... ... ...
অনেকে তালগোল পাকিয়ে নারকেল বানিয়ে ফেলেন। এত এত সিস্টেম মাথায় রাখবো কিভাবে!!! একদম সহজে বুঝবেন- এণ্ড্রয়েডের জন্য কাজ কিন্তু মাত্র ৩টি।
:
১। মোট ৩টি ফাইল ডাউনলোড করবেন।
২। ২টি ফাইল ইন্সটল করবেন।
৩। সবশেষে 7zip কিংবা RAR দিয়ে shamela.ws.7z কে আনজিপ করে sdcard তে রাখবেন।
ব্যস কাজ শেষ।

আরেকটি কথা, সকল এণ্ড্রয়েডে সিস্টেম কিন্তু এভাবেই। যদি আপনার মোবাইলে আনজিপ না হয় তবে অন্য মোবাইলে দেখতে পারেন। আবার আপনি যদি এপ সম্পর্কে একটু বেশি জানেন তবে RAR এর পরিবর্তে অন্য কোন এপ (যেমনঃ zArchiver ) ব্যবহার করেও দেখতে পারেন।

[ মাকতাবা শামেলা - উইণ্ডোজ ভার্সন ]

উইণ্ডোজ ভার্সনের জন্য আপনার পিসিতে কমপক্ষে ৯ থেকে ১০ জিবি ফাঁকা স্পেস থাকতে হবে।

► মাকতাবা শামেলা উইণ্ডোজ ভার্সন (সম্পূর্ণ): http://www.mediafire.com/file/127ytav726kyt9q/Maktaba_Shamela_3.64.rar
► সেভেন জিপ (7zip) : http://www.mediafire.com/file/lq29i4hvzgp3ol0/7z1604.exe

ইন্সটল দেয়ার নিয়মবলীঃ

১। প্রথমে উপরের ২টি ফাইল ডাউনলোড করুন।
২। সেভেন জিপ (7zip) নামক সফটওয়্যারটি পিসিতে ইন্সটল করুন।
৩। Maktaba_Shamela_3.64.rar নামক ফাইলটিকে সেভেন জিপ (7zip) নামক সফটওয়্যার দিয়ে আনজিপ করুন।
৪। সেখানে Maktaba Shamela_3.64.iso নামক আরেকটি ফাইল পাবেন। একইভাবে এটাকেও আনজিপ করুন।
৫। এখন মাকতাবা শামেলা’কে ইন্সটল করেই ব্যবহার শুরু করে দিতে পারেন। কেননা এখানে বাড়তি কপি পেস্ট এর কোন দরকার নেই।
... ... ...
সবশেষে আমি অধমের জন্য দোয়া করবেন যাতে আপনাদের খেদমতে দ্বীনের কিছু কাজ করতে পারি। জাযাকাল্লাহ্ খইরন।

----------------
কৃতজ্ঞতাঃ ভাই Muaz Bin Abdus Sattar

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf