ইবনে তাইমিয়া (রহ) এর গলায় তাবিজ!!

ইমাম ইবনে তাইমিয়া (রহ) এর গলায় তাবিজ!!
সেই তাবিজের সুতা তার মৃত্যুর পর বিক্রি হল ১৫০ দিরহামে!!!!
.
আর এই ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন হাফিজ ইবনে কাসির (রহ) তার অমর ইতিহাস গ্রন্থ --"আল বিদায়া ওয়ান নিহায়া "- তে!!

দেখুন-
---------------

ﺇﻥ ﺍﻟﺨﻴﻂ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻴﻪ ﺍﻟﺰﺋﺒﻖ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻲ ﻋﻨﻘﻪ ﺑﺴﺒﺐ ﺍﻟﻘﻤﻞ، ﺩﻓﻊ ﻓﻴﻪ ﻣﺎﺋﺔ ﻭﺧﻤﺴﻮﻥ ﺩﺭﻫﻤﺎ .

সেই তাবিজের সুতাটি যেটা তিনি উকুনের জন্য ব্যবহার করতেন, তা মৃত্যুর পর ১৫০ দিরহামে বিক্রি হয়!

সুত্রঃ
বিদায়া আন নিহায়ার আরবী কিতাবের [খন্ডঃ১৮, পৃষ্ঠঃ২৯৭]
scan copy attached

---------------
.
আপনাদের শায়েখদের কাছে তাবিজ শিরক! যে তাবিজ গলায় ঝুলায় সেও শিরককারী !!
.
তাহলে এখন আপনাদের থেকে দুটি ফাতোয়ার প্রত্যাশীঃ
১.তাবিজ ব্যবহার করে ইমাম ইবনে তাইমিয়া (রহ) কি শিরক করেছেন!?
২.এই ঘটনা উল্লেখ করে ইবনে কাসির (রহ) কি শিরকের প্রচার করেছেন!?
.
এখন কি আল বিদায়া ওয়ান নিহায়াকে ছুড়ে ফেলবেন ?
নাকি আলবানি সাহেবের সহিহ বুখারির মত, সহিহ আল বিদায়া ওয়ান নিহায়া নতুন করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মত কাউকে দিয়ে লিখাবেন ?
...
জানাবেন কিন্তু !
.
.
তাবিজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ লেখার লিংকঃ

১। তাবীজ ব্যবহারঃইসলাম শরিয়ত কি বলে?
https://www.facebook.com/hedayet1293/photos/a.831894853551401.1073741827.831710613569825/973767652697453/?type=3&theater

২। তাবীজ ও তামীমাহ এক নয় (পর্ব-১) by Shaykh Muhammad Umayer kObbadi

https://www.youtube.com/watch?v=VhglCSJiwjU

৩। তাবিজ ও তামিমাহ এক নয় (পর্ব-২)
by Shaykh Muhammad Umayer kObbadi
https://www.youtube.com/watch?v=Wlsh-qmZX60

মন্তব্যসমূহ

Web Directory বলেছেন…
ইবন তাইমিয়্যাহ়র তাবীয
.
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ، عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ »
.
রাসূল ﷺ বলেন, যে ব্যক্তি তামীমাহ় [তাবীয] ঝুলালো, সে শিরক করলো। —[মুসনাদ ইমাম আহমাদ, ৪/১৫৬। তাহক্বীক্বঃ সহীহ (আলবানী ও আরনাঊত্ব)]
.
এদিকে ইমাম ইবন কাছীর ইবন তাইমিয়্যাহ়র মৃত্যুর ব্যাপারে বলেনঃ
ﺇﻥ ﺍﻟﺨﻴﻂ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻴﻪ ﺍﻟﺰﺋﺒﻖ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻲ ﻋﻨﻘﻪ ﺑﺴﺒﺐ ﺍﻟﻘﻤﻞ، ﺩﻓﻊ ﻓﻴﻪ ﻣﺎﺋﺔ ﻭﺧﻤﺴﻮﻥ ﺩﺭﻫﻤﺎ .
“সেই তাবিজের সুতাটি যেটা তিনি উকুনের জন্য ব্যবহার করতেন, তা মৃত্যুর পর ১৫০ দিরহামে বিক্রি হয়।” —[বিদায়া আন নিহায়ার আরবী কিতাবের [খন্ডঃ১৮, পৃষ্ঠঃ২৯৭] (অনুবাদ সংগ্রহ তালিমটিউব ডট ব্লগস্পট ডট কম- tinyurl.com/ittaweez1)]
.
এখানে অনুবাদে বেশ সুন্দর একটা শুভঙ্করের ফাঁকি আছে। ব্লগের জালিয়াত লেখক এখানে ﺍﻟﺰﺋﺒﻖ শব্দের অনুবাদ করেছে ‘তাবিজের সুতাটি’!!! অথচ, এর প্রকৃত অনুবাদ হল ‘পারদ’ [Mercury]!!!
.
দেখুন অনলাইন ডিকশনারি আল-মা‘নী যা বলেঃ tinyurl.com/ittaweez2
.
দেখুন গুগল কী বলেঃ tinyurl.com/ittaweez3 এবং tinyurl.com/ittaweez4
.
মূলতঃ ইবন তাইমিয়্যাহ় পারদের একটি সুতা গলায় ঝুলাতেন, তবে তা তাবীয হিসাবে নয়; বরং, ঔষধ হিসাবে। অবাক লাগছে?
আসলে উকুন তাড়াতে এটা বেশ কার্যকর পদ্ধতি, যা বেশ পূর্বে থেকেই ব্যবহৃত হত। গুগল, উইকিতে খুঁজলে বিস্তারিত জানতে পারবেন।
.
আপাতত এটা দেখুন (রেনেসাঁর যুগে উকুন রোগের বিরুদ্ধে পারদের ব্যবহার): tinyurl.com/ittaweez5
Courtesy:Muhammd Ibn Abd Al-Wahab

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf