সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-২

[৬]

গায়রে মুকাল্লিদদের কাঠগড়ায় ইবনে কাসীর রহ.

---------

একদা আমি নবী করীম ﷺ -এর রওযা মুবারকের কাছে উপবিষ্ট ছিলাম ৷ এমন সময়ে সেখানে এক বেদুঈন আগমন করল! সে বলল, হে আল্লাহর রাসূল ! আপনার উপর শান্তি বর্ষিত হোক ৷ আল্পাহ তা'আলা বলেছেন -

وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا [٤:٦٤]


অর্থঃ আর যখন তারা নিজেদের উপর যুলুম করে ফেলে, তারা যদি আপনার কাছে উপস্থিত হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় আর আপনি (রাসূল) যদি তাদের জন্য ক্ষমা চান, তাহলে নিশ্চয় আল্লাহ তাদের ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু] [সূরা নিসা, আয়াত ৬৪]

এরপর বললো-’আমি নিজে নিজ অপরাধের জন্যে আমার প্ৰতিপালক প্রভু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি আর তাহার কাছে আমার জন্যে ক্ষমা প্রার্থনা করিতে আপনার নিকট আবেদন জানাইতেছি। অতঃপর সে নিম্নোক্ত চরণ কয়টি অবৃত্তি করল-
يا خير من دفنت بالقاع اعظم
فطاب من طيبهن لقاع والاكم
نفسى الفداء القبر انت ساكنه
فيه الفات وفيه الجود والكرم

“যাহাদের অস্থিসমূহ প্রান্তরে প্রোথিত হইয়াছে, আর সেই অস্থিসমূহের সৌভাগ্যে নিম্নভূমি ও উচ্চভূমি সবই সুরভিত হইয়া গিয়াছে, তুমি তাহাদের মধ্যে শ্রেষ্ঠতম।
হে শ্রেষ্ঠতম! যে কবরে তুমি শায়িত রহিয়াছ, আমার প্রাণ তাহার জন্যে উৎসৰ্গিত হউক। উহাতে পবিত্ৰতা, দানশীলতা ও মহানুভবতা রহিয়াছে।’

অতঃপর লোকটি চলে গেল। আর আমি হঠাত ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি নবী করীম ﷺ এর দর্শন লাভ করলাম। তিনি বললেন, উতবী! বেদুঈন লোকটির নিকট গিয়া তাকে এই সুসংবাদ দাও, আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দিয়েছেন।

__________
সূত্রঃ তাফসীর ইবনে কাসীর [৩য় খণ্ড, ১৬২ পৃষ্ঠা]
সুরা নিসার ৬৪ নং আয়াতের তাফসীর
~ইমাম ইবনে কাসীর (রহঃ)


সালাফী \ গায়রে মুকাল্লিদদের কঠোর আক্রমন
**********************
রাসুল ﷺ এর সাথে সাক্ষাতের এমন পদ্ধতি যদি ইসলামে থাকতো, এভাবে রাসুল ﷺ এর কবরে গিয়ে কান্না-কাটি করা, দোয়া করা যদি ইসলামী শরীয়তে জায়েজ হতো, তবে সাহাবাগণ থেকে কেন এমন আমলের দলিল পাওয়া যায় না?
আলী (রা.) যখন মুয়াবিয়া (রহ.) কে বলেছিলেন, প্রথমে আমার বায়াত করুন, আর মুয়াবিয়া (রা.) যখন বলেছিলেন -প্র্রথমে উসমান (রা.) এর খুনীদের পাকড়াও করেন। তখন তারা কেন রাসুল ﷺ এর কবরে গিয়ে জিজ্ঞাসা করলেন না?
-হে আল্লাহর নবী, আমি এটা বলছি, উনি ওটা বলছে, কোনটি ঠিক একটু বলুন….!
~আহলে হাদিস শায়েখ তাউসিফুর রহমান!


[৭]

রাসুল স. এর কাছে গিয়ে খানার আবেদন

একবার ইবনুল মিসরী (রহঃ), ইমাম ত্ববারানী(রহঃ) এবং আবুশ শায়েখ (রহঃ) ৩ জন ই মদিনাতে ছিলেন।
(একবার ইবনুল মিসরী রহ. বলেন) ইশার ওয়াক্তে আমরা রাসূলুল্লাহ (সঃ) এর কবরের কাছে পৌঁছলাম।। এবার ইবনুল মিসরী (রহঃ) রাসূল (সঃ) এর কবরের কাছে গিয়ে বললেন- "ইয়া রাসূলুল্লাহ স. ক্ষুধা!!"
ইমাম ত্ববারানী (রহঃ) আমাকে বললেন - "বসো! এখন হয় খাবার আসবে নইলে মৃত্যু" (আমরা ক্ষুধায় কাতর ছিলেন)।
এবার আবুশ শায়েখ এবং আমি বাব-আলভী (আলীর দরজা) গিয়ে খুললাম এবং দেখলাম সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে
সাথে ২জন গোলাম ২ ঝুড়ি অনেক জিনিসপত্র (খাবার) নিয়ে দাঁড়ানো!
ঐ লোক বলল- "আপনারা রাসূল (সঃ) এর দরবারে আমার ব্যাপারে অভিযোগ করেছিলেন নাকি??
আমি স্বপ্নে দেখলাম, রাসূলুল্লাহ (সঃ) আমাকে হুকুম দিয়েছেন আপনাদের খেদমত যেন করি।"

_______________
সূত্রঃ তাযকিরাতুল হুফফায- ৩য় খণ্ড ৯৭৪ পৃষ্ঠা
লেখকঃ ঈমাম শামসুদ্দিন আয যাহাবী (রহঃ)
বড় সাইজ দেখতে পিকচারে ক্লিক করুন
________________
সহিহ আক্বীদার ডিলার দাবীদারদের সুচিন্তিত মতামত আশা করছি...

[৮]

রাসূলুল্লাহ (সঃ) তার রওযা শরীফ থেকে উত্তর দিবেন

======================
 < وعن أبي هريرة قال: سمعت رسول الله صلى الله عليه وسلّم يقول: والّذي نَفْسُ أَبي القاسِمِ بِيَدِهِ لَيَنْزِلَنَّ عيسى ابنُ مَريمَ إمَاماً مُقْسِطاً، وَحَكَماً عَدْلاً، فَلَيَكْسِرَنَّ الصَّلِيْبَ، وَيَقْتُلَنَّ الخِنْزِيرَ، وَلَيُصْلِحَنَّ ذَاتَ البَيْنِ، وَلَيُذْهِبَنَّ الشَّحْنَاءَ، وَلَيَعْرُضَنَّ المَالَ فَلا يَقْبَلهُ أَحَدٌ، ثُمَّ لَئِنْ قَامَ على قَبْرِي فَقَالَ: يَا مُحَمَّدُ لأجِيْبَنَّهُ . قلت: هو في الصحيح باختصار. رواه أبو يعلى ورجاله رجال الصحيح >

হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন-
সেই মহান সত্তার কসম, যার হাতে (আমি) আবুল কাসেম (স.) এর প্রাণ, অবশ‍্যই ইসা ইবনে মরিয়াম (আ.) একজন ন‍্যায়-পরায়ণ ইমাম ও ন‍্যায়-বিচারক শাসক হিসেবে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর হত‍্যা করবেন, পারস্পরিক দ্বন্দ্ব নিরসন করবেন, হিংসা-বিদ্বেষ দূর করবেন। তার সামনে অনেক সম্পদ পেশ করা হবে, তিনি সেগুলো গ্রহণ করবেন না। অত:পর তিনি যদি আমার কবরের সামনে দাড়িয়ে বলেন- ইয়া মুহাম্মাদ (সঃ)!! আমি অবশ‍্যই তার কথার উত্তর দিবো।
-মুসনাদ এ আবু ইয়ালা- ১১/৪৬২ (সহিহ)।
- সিলসিলা সাহীহা (আলবানী) - ২৭৩৩।

[৯]

মৃত্যুর পরেও তাসবীহ পড়া

====================
খালিদ বিন মা'দান (রহঃ) এর ব্যাপারে বর্ণিত আছে,
তিনি যখন মারা গেলেন তাকে গোসল দেওয়া হল এর পরে তিনি নিজ হাতের আঙুল গুনে গুনে তাসবিহ পড়ছিলেন।।
সূত্রঃ জামে উলুমি ওয়াল হিকাম- ২য় খণ্ড, ৫১৭ পৃষ্ঠা
লেখকঃ ঈমাম ইবনে রজব হাম্বলী (রহঃ)



[১০]

জীবন্ত ভেদে মারেফাত ৪.২০

------------
আহলে সুন্নাতের আলেম, গায়রে মুকাল্লিদদের অনুসরণীয় ইমাম, আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) এর কেতাবে পাওয়া গিয়াছে-

কখনো নবী-রাসূল (আঃ) দের পথ অনুসরনকারীদের (উম্মত) হাতে মুর্দা লাশ জীবিত হতে পারে। যেমনটি একদল সালেহীন (নেক লোক) এর হাতে আসলেই (এমনটি - অর্থাৎ মৃতকে জীবিত করা) হয়েছে।

___________
সূত্রঃ আন নবুওয়্যাত - ৮২১ পৃষ্ঠা
~ইমাম ইবনে তাইমিয়া রহ.
বড় সাইজে দেখতে পিকচারে ক্লিক করুন


কী লেখেছে একবার চিন্তা করেন!! শুধু এটুকুতেই না!! ইবনে তাইমিয়া (রহঃ) একটি মরা গাধা জীবিত হওয়ার ঘটনাও নিজ কেতাবে উল্লেখ করেছেন!! (জী গাধা!!)

তিনি লেখেন-
নাখ অঞ্চলের এক লোকের গাধা রাস্তায় মরে গেল।। সফর সংগীরা তাকে বললো আপনার মালপত্র আমাদের বাহনে ভাগ করে দিন।। ঐ লোক বললো একটু সবর করুন।। সে ভালোমত অযু করে, ২ রাকাত নামায পড়ে আল্লাহর কাছে দোয়া করলো।। তারপরেই তার গাধা জীবিত হয়ে গেল।।
____________
সূত্রঃ আল ফুরকান- ৬৮ পৃষ্ঠা
~ইমাম ইবনে তাইমিয়া রহ.
বড় সাইজ দেখতে পিকচারে ক্লিক করুন


__________________________
[কোনটা বলবেন ইবনে তাইমিয়ার (রহঃ) এর লেখা পড়ে নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ??]
জী ভাই!! এটার নাম-ই তথাকথিত সহিহ আক্বীদা প্রথা!! নিজের পছন্দের ইমাম থেকে বর্ণিত হলে কোন কথা হবে না। কিন্তু অন্য কারো বক্তব্য হলে লেখক- মুশরিক,কাফের,বিদাতী,জাহমিয়া,মুজাসসিমা,কাদরিয়া যত গালি জানা আছে...। আর ঐ বই জ্বালায় দাও, ডাস্টবিনে ফেলে দাও কারন আক্বীদা নষ্ট করে ফেলবে। ব্লা ব্লা...

নিজে করলে ঠিকই তোহ, অন্যে করলে মাকরূহ!!

------------------
সংকলনঃ মাকসুদুল হাকিম
সোর্সঃ  [৬], [৭], [৮], [৯], [১০]

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf