রাসুলুল্লাহ সা. এর বর্ম এবং খাদ্য দ্বারা ফিতরা আদায়..

- হাদীসঃ
হযরত আনাস বিন মালেক (রা) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সঃ) এর একটি বর্ম এক ইহুদির নিকট বন্ধক ছিল, শেষ জীবন পর্যন্ত তা ছাড়ানোর মত পয়সা তার হাতে ছিল না।।
----------------------------
- সুত্রঃ
মুসনাদ এ আবু ইয়ালা- ৪০১৫।।
জামে উস সাগীর- ৯০৭০।।
মু'জামুল কাবীর, ত্বাবারানি- ৭৩৪৩।।
সিলসিলা সাহীহা, আলবানি- ২১২৯।।
----------------------------
হাদিসটির সনদ সহ আরবি ইবারতঃ
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻭَﺍﺻِﻞُ ﺑْﻦُ ﻋَﺒْﺪِ ﺍﻷَﻋْﻠَﻰ ﺍﻟْﻜُﻮﻓِﻲُّ، ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻓُﻀَﻴْﻞٍ، ﻋَﻦِ ﺍﻷَﻋْﻤَﺶِ، ﻋَﻦْ ﺃَﻧَﺲِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚٍ، ﻗَﺎﻝَ : ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳُﺪْﻋَﻰ ﺇِﻟَﻰ ﺧُﺒْﺰِ ﺍﻟﺸَّﻌِﻴﺮِ، ﻭَﺍﻹِﻫَﺎﻟَﺔِ ﺍﻟﺴَّﻨِﺨَﺔِ، ﻓَﻴُﺠِﻴﺐُ ﻭَﻟَﻘَﺪْ ﻛَﺎﻥَ ﻟَﻪُ ﺩِﺭْﻉٌ ﻋِﻨْﺪَ ﻳَﻬُﻮﺩِﻱٍّ، ﻓَﻤَﺎ ﻭَﺟَﺪَ ﻣَﺎ ﻳَﻔُﻜُّﻬَﺎ ﺣَﺘَّﻰ ﻣَﺎﺕَ
----------------------------
- আলোচনাঃ
ফিক্বহে হানাফীর, "অর্থ দ্বারা ফিতরা আদায়" সংক্রান্ত মাসায়েলকে ঘায়েল করার জন্য, সবচেয়ে চালু কথা হল "নবীজীর (সঃ) তো দিনার-দিরহাম সব-ই ছিল।। তিনি তো অর্থ দ্বারা ফিতরা আদায় করেন নি।।"
এটা হল, সাধারণ মানুষের কম জানার সুযোগ নেয়া।। রাসূল (সঃ) এর দিনার-দিরহাম সংক্রান্ত "স্বচ্ছলতা" কেমন ছিল তা উপরের "সহীহ" হাদিস থেকে সহজেই বোঝা যায়।।
-----------------------------
চাল-ডাল ইত্যাদি অর্থাৎ বাংলাদেশীদের প্রচলিত খাদ্য দিয়ে ফিতরা আদায়ের-ও কোন সহিহ হাদিস নেই, সেটা ইজতিহাদ, ঠিক যেমনটি অর্থ দ্বারা ফিতরা আদায়-ও ইজতিহাদ।। উভয়টির পিছনেই ইজতিহাদ এবং সাহাবী-তাবেঈদের জ্ঞান এবং কোরআন ও হাদিসের বুঝ রয়েছে।।
আল্লাহ সকলকে সহিহ বুঝ দান করুন।।

মন্তব্যসমূহ

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf