ইসলামী গল্পঃ কসমের বিভ্রাট

একবার ঝগড়ার এক পর্যায়ে স্বামী কসম করে বললঃ "তোমার সাথে কথা নাই।। যদি আমি আগে তোমার সাথে কথা বলি তাইলে তুমি (স্ত্রী) তালাক।।"

শুনে স্ত্রী-ও সমান তেজে স্বামীকে বললঃ "ও, তাই!! আচ্ছা আমি যদি আগে তোমার সাথে কথা বলি তাহলে সব দাস-দাসী আযাদ।।"

এখন ২জনেই উভয় সংকটে।। কেউ কারো সাথে কথা বলে না, সংসারের ১২টা বাজে প্রায়।।
স্বামী তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, তাই সে কোন ভাবেই কথা বলতে সাহস পাচ্ছে না।। আর স্ত্রী-ও কথা বলবে না কারণ সব দাস-দাসী আযাদ হয়ে যাবে, বিশাল ক্ষতি।।
অবস্থা বেগতিক দেখে, সে তখন ইরাকের বড় বড় আলেমদের কাছে গেল, সবাই বলল এক-ই কথা।। স্বামী আগে কথা বললে তালাক হবেই, স্ত্রী আগে কথা বললে ঐ গোলাম আযাদ হবেই।।

পরে ঐ স্বামী ঈমাম আবু হানিফা (রহঃ) এর নাম শুনতে পেয়ে তার কাছে গিয়ে উপস্থিত হলেন।। ঘটনা বিস্তারিত বললেন।। ঈমাম আবু হানিফা (রহঃ) বললেন- "যাও গিয়ে কথা বল, স্ত্রী তালাক হবে না!!"

লোকটিতো চলে গেল।। কিন্তু ঈমাম সাহেবের ছাত্ররা তাজ্জব হয়ে গেল।। তৎকালীন সকল ফক্বীহ এসে বলাবলি শুরু করল- "আপনি আপনার ফতোয়াকে কীভাবে কুরআন ও সুন্নাহের বিপক্ষে দাড় করালেন!! আপনাকে তো আমরা আল্লাহভীরু আর জ্ঞানী ভাবতাম!!"

ঈমাম আবু হানিফা (রহঃ) বললেনঃ "কেন!! মাসায়েল তো পরিষ্কার!!
স্বামী প্রথমে কসম করল স্ত্রী তালাকের।।স্বামীর কসমের বাক্য শোনার পরে স্ত্রী তার কসমের বাক্য বলেছে স্বামীকে।। সেই ক্ষেত্রে স্ত্রী-তো আগে কথা বলেই ফেলল!! স্বামীর কসম তো তখন-ই শেষ!!
তাই এখন স্বামী কথা বললে এটা স্ত্রীর ঐ কসমের কথার পরের কথা হবে।।
আর এখন স্বামী কথা বললে স্ত্রীর-ও গোলাম আযাদ হবে না।।"

সূত্র:
আল ইযাফাতুল ইয়াওমিয়্যাহ- ৪/২৩৫;মাওলানা আশরাফ আলী থানভী(রহঃ)।।

মন্তব্যসমূহ

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf