সহীহ হাদিসের আলোকে ঈদের নামাযের তাকবীর সংখ্যা (১)

হাদীসঃ
তাবেঈ কূরদুস বর্ণনা করেন, তাবেঈ ওয়ালীদ লোক পাঠালেন- হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা), হযরত হুযাইফা (রা), হযরত আবু মাসউদ বদরী (রা) এবং হযরত আবু মুসা আল আশ'আরী (রা) এই (৪জন) সাহাবীর কাছে।। জানতে চাইলেন, "মুসলিম জাতির ঈদ আসন্ন, নামাযের নিয়ম কী হবে??"
তখন সকল সাহাবী ঐ দূতকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) কে জিজ্ঞেস করতে বললেন।।

ঐ দূতের প্রশ্নের উত্তরে, ইবনে মাসউদ (রা) বললেন-
"নামাযে দাঁড়িয়ে ৪ তাকবীর দিবে (তাকবীরে তাহরীমা + অতিরিক্ত ৩ তাকবীর), এরপর সূরা ফাতিহা সহ অন্য আরেকটি সূরা পড়বে।। এরপর রূকুর তাকবীর দিয়ে রূকু করবে, এভাবে প্রথম রাকাতে মোট ৫ তাকবীর হবে।।
এরপর (২য় রাকাতে) সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা পড়বে, ৪টি তাকবীর দিবে (অতিরিক্ত ৩ + রূকুর তাকবীর), শেষ (৪র্থ নম্বর) তাকবীরটি দিয়ে রূকুতে যাবে।।
এভাবে মোট ৯টি তাকবীর হল উভয় ঈদের নামাযের নিয়ম।।"
উপস্থিত সাহাবীদের কেউ-ই এই মতের সাথে দ্বিমত করেন নি।।
-------------------
তথ্যসূত্রঃ
মুসান্নাফ ইবনে আবী শাঈবা- ৫৭৫৪।।
মুসান্নাফ আব্দুর রাযযাক- ৫৬৮৫।।
কিতাবুল আসার, ঈমাম মুহাম্মদ (রহঃ)- ২০৫ পৃষ্ঠা।।
কিতাবুল হুজ্জাহ, ঈমাম মুহাম্মদ (রহঃ)- ৮৫ পৃষ্ঠা।।
মু'জামুল কাবীর, ত্বাবারানী (রহঃ)- ৯/৩০৫।।
সুনান বায়হাক্বী- ৫৯৭৯।।
শরহে মা'আনিল আসার, ত্বাহাবী (রহঃ)- ১/৩১৯ পৃষ্ঠা।।
---------------------
তাহক্বীকঃ
১. আল্লামা হাইসামী (রহঃ) বলেন, হাদিসের বর্ণনাকারীগন সকলেই সিক্বাহ (নির্ভরযোগ্য)।।
[মাযমাউয যাওয়ায়েদ- ২/৩৬৭]
২. আল্লামা নিমাওয়ী (রহঃ) বলেন এই হাদিসের সনদ মান হাসান, তবে এর শাওয়াহেদ (সমার্থক) বহু বর্ণনা থাকায় এটির মান সহিহ এর স্তরে।।
[আসারুস সুনান- ৩১৫ পৃষ্ঠা]
৩. ঈমাম ইবনে কাসীর (রহঃ) ঈমাম ত্বাহাবী (রহঃ) এর এক-ই "সনদ সূত্রটিকে" সহীহ বলেছেন।।
[তাফসীর ইবনে কাসীর- ৩/৫৬৪]

মন্তব্যসমূহ

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf