প্রিয় বই: সাত যুবকের গল্প (রিভিউ + পিডিএফ)
..আমরা মনে করি শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান বলতে দুটি বিষয়ই আছে। ইমান ও কুফর, হালাল - হারাম, জায়েজ - নাজায়েজ। এর বাইরে অন্য কিছু আমাদের মাথায় আসেনা। অথচ এর বাইরেও অনেক বিষয় আছে যাকে কুফর কিংবা হারামও বলা যায়না- বলা যায়না হালাল কিংবা বৈধও। তবে এসব বিষয়কেও দুই ভাগে ভাগ করা যায়। এক. আল্লাহ তা'আলার পছন্দনীয় আর দুই. আল্লাহ তা'আলার অপছন্দনীয় বিষয়। এ কথা কোরআন কারিমের অধ্যয়ন, হাদীসে পাকের নির্দেশনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্বভাব-চিন্তা এবং সাহাবায়ে কিরামের চিন্তাধারার আলোকে জানতে পারি। আমরা এসবের ঘনিষ্ঠ পাঠ ও নিবিড় অধ্যবসায় থেকে বুঝতে পারি, ইমান ও কুফর, হালাল ও হারাম, জায়েজ ও নাজায়েযের বাহিরেও কিছু বিষয় রয়েছে। আর তাহলো, জীবনযাপন এর পদ্ধতি, জীবনের ধরণ-স্টাইল, আকার-আকৃতি, চরিত্র-বৈশিষ্ট্য, পার্থিব জীবনের সাজসজ্জা ইত্যাদি। -------- - পৃষ্ঠা ৫২-৫৩, সাত যুবকের গল্প শর্ট রিভিউঃ সাত যুবকের গল্প সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর রচিত সেরা গ্রন্থগুলোর একটি। যারা নতুনভাবে দীনের পথে আসছেন, এখনও অভ্যস্ত হয়ে উঠেননি। অথবা অন্য কোনো ধর্মের কেউ; যিনি ইসলাম সম্পর্কে