পোস্টগুলি

ডিসেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নারীদের লিপস্টিক ব্যবহার সংক্রান্ত দুটি মাসায়েল

প্রশ্নঃ নারীদের ঠোঁটে লিপিস্টিক দেওয়ার বিধান কি? উত্তরঃ লিপিস্টিকের উপাদানে যদি হারাম বা নাজায়েয কোন উপাদান ও পদার্থের অস্তিত্ব না থাকে তাহলে নারীদের ঠোঁটে লিপিস্টিক লাগানোতে কোন সমস্যা নেই। উল্লেখ্য যে, লিপিস্টিক সাধারণত ওয়াটারপ্রুফ হওয়ায় ঠোঁটে এক প্রকার প্রলেপ ও আবরণ পরে, ফলে তা ওজু ও গোসলের সময় ঐ অংশে পানি পৌছার প্রতিবন্ধক হয়। সেক্ষেত্রে লিপিস্টিক না মুছে ওজু ও ফরজ গোসল করলে তা আদায় হবেনা।  তবে যেসকল হালাল উপাদানে তৈরিকৃত লিপিস্টিক ওয়াটারপ্রুফ ও পানি পৌছার প্রতিবন্ধক  হয়না তাতে ওজু ও গোসল সহিহ হবে। [রদ্দুল মুহতার ১/২৮৮-২৮৯; আল মুদাওয়ানাহ ১/১২৪; হাওয়াশী তুহফাতুল মিনহাজ ১/১৮৭; কাশশাফুল ক্বিনা ১/৯৯; ফতোয়ায়ে দারুল উলূম দেওবন্দ(অনলাইন)- ৫৭৫৫০; কিতাবুল ফাতাওয়া, খালিদ সাইফুল্লাহ রহমানী ৬/৫৮-৫৯; ফতোয়ায়ে বিন্নূরটাউন (অনলাইন)- ১৪৪০০৪২০১১৬১] ২) লিপিস্টিকে এলকোহল বা এনিমেল ফ্যাট ব্যবহৃত হলে তার বিধান কি? উত্তরঃ ক) চর্বির ক্ষেত্রে যদি হালাল পশুর চর্বি এতে ব্যবহৃত হয় তাহলে কোন সমস্যা নেই। কিন্তু হারাম পশুর চর্বি এতে ব্যবহৃত হলে এবং সেই উপাদানের অংশ লিপিস্টিকের অস্তিত্বে বিদ্যমান থাকলে উক্ত লিপিস্