ডাউনলোড করুন আলকাউসার ওয়েবসাইটের অফলাইন আর্কাইভ (সার্চের সুবিধাসহ)

বিসমিল্লাহ্‌। আজকে আমরা আল কাউসারের ওয়েবসাইট alkawsar.com এর kiwix/zim আর্কাইভ শেয়ার করছি। এটা থেকে ইন্টারনেট ছাড়াই আপনি অনেকটা লাইভ ওয়েবসাইটের মত সব পড়তে পারবেন এবং সার্চও করতে পারবেন। এই আর্কাইভে মাসিক আল কাউসারের জানুয়ারি-২০০৭ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। 
এই ধরনের আর্কাইভ শুরুতে সেটআপ করা একটু জটিল মনে হলেও সার্চ করার সুবিধার জন্য সাধারণ স্ট্যাটিক ব্যাকআপের চেয়ে এটা অনেক বেশি উপকারী।

শেষ আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৪

----

কিভাবে এই জিম আর্কাইভ ব্যবহার করবেন?

১. প্রথমে alkawsar.com-****.zim ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক - https://cutt.ly/ReJ7d2eQ
বিকল্প ডাউনলোড - https://mediafire.com/?hifw4pfxi7qj5y4/
বিকল্প ২য় ডাউনলোড - https://archive.org/details/alkawsar.com_18.11.2024

২. এটা থেকে পড়তে আমাদের kiwix অ্যাপ দরকার হবে।

-      সফটওয়ার ডাউনলোড করুন এখান থেকে - https://kiwix.org/en/applications/

(এটা সব পিসি/মোবাইল/ব্রাউজার এর জন্যই পাওয়া যায়। আপনার প্রয়োজনমত নামিয়ে নিন।)

-      ব্রাউজার থেকে পড়তে দেখুন - https://pwa.kiwix.org/

(প্রথমবার লিংকে ঢুকে ব্যবহার করলে এরপর নেট না থাকলেও এই সাইট লোড হবে। শর্ত হলো ডেটা ক্লিয়ার করা যাবে না।)

৩. Kiwix ওপেন করে শুরুতেই ফাইল সিলেক্ট/আপলোড করার মত একটা অপশন পাবেন। সেখানে alkawsar.com-****.zim ফাইলটি সিলেক্ট করে সহজেই ওপেন করতে পারবেন।

৪. ওপেন করার পর স্বাভাবিকভাবে সাইটটা অফলাইনে ভিজিট করতে পারবেন। অথবা চাইলে ওপরের সার্চবার থেকে সব পেজগুলো সার্চ করতে পারবেন। (তবে পেজের ভেতরের খুঁটিনাটি টেক্সট হয়তো নাও আসতে পারে।)

----

পরবর্তি আপডেট কোথায় পাবেন?

এই সাইটে অথবা  thealmahmud.blogspot.com এ আপডেট পাওয়া যাবে ইনশাআল্লাহ।

তবে যেহেতু আর্কাইভ ম্যানুয়ালি আপডেট করতে হয়, তাই হয়তো বছরে এক-দুইবার আমরা নতুন ফাইল শেয়ার করতে পারবো। একান্ত জরুরি হলে নিজে youzim.it থেকে বানিয়ে নিতে পারবেন।

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
ফাইল ডাউনলোড করলাম, এপসও ডাউনলোড করলাম। কিন্তু ফাইল সিলেক্ট করার পর error আসে। এখন কী করব

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf