খোলাফায়ে রাশেদার কারামাত

 কারামাত-এ- আবু বকর সিদ্দীক (রাঃ)
===
হযরত আয়িশা (রাঃ) হতে বর্ণিত,
হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) তার মৃত্যু শয্যায় মেয়ে আয়িশা (রাঃ) কে ডেকে বললেন-
তুমি আমার সম্পদ গুলো তোমার এবং তোমার ২ ভাই ও তোমার ২ বোনের মাঝে বন্টন করে দিও।।
[অথচ তখন আয়িশা (রাঃ) এর কেবল একটিমাত্র বোন ছিল আসমা (রাঃ)]
পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর স্ত্রীর গর্ভে আরেক কন্যা সন্তান জন্মে।।
সূত্রঃ
মুয়াত্ত্বা এ ঈমাম মালেক- ২য় খন্ড, ১০৮৯ পৃষ্ঠা, হাদিস নং- ২৭৮৩। [শায়েখ মুস্তাফা আযমী এর তাহক্বীকসহ]
স্ক্যান-
বড় করে দেখতে ক্লিক করুন
---------------------
১. ঈমাম গাযালী (রহঃ) বলেন এটি হল হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর উপর প্রকাশিত আল্লাহর পক্ষ থেকে কাশফ ও কারামাত। [এহইয়া উলুম আদ দ্বীন- ৩/২৩]
২. মুসনিদুল হিন্দ শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলবী (রহঃ) বলেন- এটা আল্লাহ তাআলা কাশফ প্রকাশ করেছেন যা দ্বারা গোপন বিষয় আবু বকর সিদ্দীক (রাঃ) কে জানিয়ে দেয়া হয়েছে। [ইযালাতুল খাফা- ৩/৭৭]
--------------------
কেউ কি এই রেওয়ায়াতের সনদ (সূত্র) বা মতন (মূল বক্তব্য) নিয়ে কিছু বলবে??
.
.
কারামাত-এ- উমর বিন খাত্তাব (রাঃ)
===============
একবার উমর বিন খাত্তাব (রাঃ) এর কাছে এক গোত্র থেকে কিছু লোক আসলো, তাদের মধ্যে মালিক বিন হারিস (ভবিষ্যতে উসমান (রাঃ) হত্যায় যারা ষড়যন্ত্র করবে তাদের নেতা) ও ছিল।। তখন উমর (রাঃ) তাকে আগাগোড়া ভাল মত দেখলেন।।
এরপর অন্যান্য লোকদের জিজ্ঞেস করলেন ঐ ব্যক্তি কে??
অন্যরা উত্তর দিল, সে মালিক বিন হারিস।।
তখন উমর (রাঃ) বললেন- আল্লাহ তাকে ধুলায় মিশিয়ে দিন, আমি যেন তার জন্য মুসলমানদের মাঝে ব্যাপক অশান্তির আগমন দেখতে পাচ্ছি।।
সূত্রঃ
তাফসীর এ কুরতুবী - ১২/২৩৬।।
[সূরা হিজর এর ৭৫ থেকে ৭৬ আয়াত এর তাফসীরের পাতা দ্রষ্টব্য]
----------------------
এই ঘটনাটি আল্লামা ইবনুল ক্বাইয়্যিম (রহঃ) তার "কিতাবুর রূহ" এ সংকলন করেছেন কারামত এর দলিল হিসেবে।।
---------------------------
উমর (রাঃ) মারা যাওয়ার পর উসমান (রাঃ) খিলাফত নিলে, যেই ব্যক্তি ষড়যন্ত্র শুরু করবে তার অবস্থা আল্লাহ কাশফ-কারামাত এর মাধ্যমে উমর (রাঃ) কে পূর্বেই যেন জানিয়ে দিলেন।।
এরকম ঘটনা উল্লেখ করার জন্য মুফাসসির, ঈমাম কুরুতুবী (রহঃ) এর উপর- আক্বীদাগত মন্তব্য কি?? ইবনুল ক্বাইয়্যিম (রহঃ) এর উপর-ও এসব কিচ্ছা কাহিনী লেখার জন্য আরোপ কী??
.
.
কারামাত এ হযরত উসমান (রাঃ)
==============
একবার এক লোক হযরত উসমান (রাঃ) এর দরবারে যাচ্ছিল। পথিমধ্যে তার নজর এক মহিলার দিকে চলে যায়, এবং সে কিছুটা আগ্রহ বোধ করে।
হযরত উসমান (রাঃ) এর দরবারে পৌছানোর পর হযরত উসমান (রাঃ) তাকে দেখে বলে উঠলেন-
"তোমাদের মধ্যে এমন লোক ও আছে যে আমাদের কাছে আসে, অথচ তার চোখে যিনার প্রভাব বিদ্যমান।"
তখন ঐ লোক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো-
"রাসূলুল্লাহ (সঃ) বিদায় নেয়ার পর কি কারো উপর ওহী আসতে পারে??"
উসমান (রাঃ) উত্তরে বললেন-
"না!! ওহী আসতে পারে না। তবে 'বাসীরাত' (ইলহাম বা হৃদয়ে প্রক্ষেপন), 'বুরহান' (কারামাত বা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন) এবং সত্য 'ফিরাশাত' (কাশফ বা ভবিষ্যত দৃষ্টি) হতে পারে।"
সূত্রঃ
১. বুস্তানুল আরাফীন- ৩৮৮ পৃষ্ঠা।।
লেখকঃ ঈমাম নববী (রহঃ)।।
স্ক্যান

২. এহইয়া উলুম আদ দ্বীন- ৩/২৩-২৪ পৃষ্ঠা। লেখকঃ ঈমাম গাযালী (রহঃ)
৩. তাফসীর এ কুরতুবী - ১২/২৩৬ পৃষ্ঠা। লেখকঃ ঈমাম কুরতুবী (রহঃ)
স্ক্যান- click here [সূরা হিজর এর তাফসীর]
৪. তাফসীর এ কাবীর - ২১/৮৯ পৃষ্ঠা। লেখকঃ ঈমাম ফখরুদ্দিন রাযী (রহঃ)
স্ক্যান- click here [সুরা কাহাফ এর তাফসীর]
.
.
কারামাত এ হযরত আলী (রাঃ)
===============
তাবেঈ হারসামা বিন সালামা (রহঃ) বলেন- আমরা একবার হযরত আলী (রাঃ) কি নিয়ে সফরে গেলাম।। কারবালার প্রান্তরে অতিক্রম করার সময় একটি গাছের কাছে নামায আদায় করলেন।। নামায শেষে ঐ স্থানের কিছু মাটি তুললেন এবং গন্ধ শুঁকলেন।।
বললেন- "আফসোস তোর উপর, ওরে মাটি!! এমন কিছু লোককে তোর উপর হত্যা করা হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে।।"
তাবেঈ হারসামা বিন সালামা (রহঃ) আরো বলেন- আমি নিজ চোখে দেখেছি!! পরবর্তীতে হযরত হুসাইন (রাঃ) কে ঠিক ঐ স্থানেই শহীদ করা হয়েছিল।।
সূত্রঃ
তাহযীব উত তাহযীব - ২/৩৪৮।।
লেখকঃ আল্লামা ইবনে হাজার আসকালানী (রহঃ)
স্ক্যান
বড় করে দেখতে ক্লিক করুন
এখন কার উপর শির্কের ফতোয়া ঝাড়বেন? আলী রা. নাকি ইবনে হাজার রহ.?
.
.
----
সংকলন- মাকসুদুল হাকিম
সূত্রঃ [১], [২], [৩], [৪]

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf