সহীহ বোখারীও কি স্বপ্নের কিতাব!???

- শায়েখ হাসান মুহাম্মদ জামিল
. মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইমাম বোখারী রা. তুখোড় মেধাবী, ঈর্ষণীয় স্মরণশক্তির অধিকারী এক যুবক। হাদীস মুখস্ত করা ছিলো যার নেশা। লক্ষ লক্ষ হাদীস সংগ্রহ করেছেন দেশ-বিদেশ সফর করে।
যাঁর হাদীস সংগ্রহে জীবনযুদ্ধে নেমেছিলেন সেই মহান হযরাতকেই দেখলেন একদিন স্বপ্নে।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাঁর গায়ে অবাঞ্চিত মাছি এসে বসতে চাচ্ছে, সেগুলো তাড়ানোর মহান খেদমত আঞ্জাম দিচ্ছেন ইমাম বোখারী রা.!
স্বপ্নে কেউ রাসূলকে (সা.) দেখলে সে রাসূলকেই(সা.) দেখে, কারণ শয়তান রাসূলের (সা.) রূপ ধারণ করতে পারে না।
ইমাম বোখারীর স্বপ্নও তাই সঠিক ছিলো। দুশ্চিন্তাগ্রস্ত ইমাম ছুটলেন উস্তাদের কাছে, কপালে চিন্তার রেখা; হায় কী দেখলাম!?
উস্তাদে মুহতারাম মহান ছাত্রের স্বপ্ন শুনে যারপরনাই আনন্দিত, কারণ এ স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়; ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারন হয়েছে এ স্বপ্নে!
এ যে চরম সৌভাগ্যের স্বপ্ন!
নিজ ছাত্রের স্বাপ্নিক ভবিষ্যতের ইঙ্গিতবহ স্বপ্ন!
উস্তাদ ব্যাখ্যা দিলেন; রাসূলের (সা.) নামে চালিয়ে দেওয়া জাল হাদীস হচ্ছে সেই মাছি, যা সহীহ হাদীসের সাথে মিশে একাকার। এ মাছি তাড়ানো তথা জাল হাদীসগুলো চিহ্নিত করার এক মহান জিম্মাদারী তাঁর কাঁধে সঁপেছেন স্বয়ং হাবীব সা.!
আল্লাহু আকবার!!!
স্বপ্নের ইঙ্গিতকে নির্দেশ মনে করে সংকলন করলেন সহীহ হাদীসের এক দুর্লভ কিতাব, আমাদের কাছে যা সহীহ বোখারী নামে পরিচিত।
.
. ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের খেদমতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রচণ্ড প্রয়োজন দেখা দেয় শক্তিশালী এক ঘাঁটির। যা একাধারে ক্যান্টনমেন্ট, সচিবালয়, ট্রেনিং সেন্টারসহ নানা প্রয়োজন মেটাবে।
এ প্রয়োজনকে সামনে রেখে তৎকালীন কিছু জিহাদ ফেরত গাজী আলেম কাসেম নানুতবী রা. এর নেতৃত্বে এক সাথে বসে সিদ্ধান্তে পৌঁছান দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠার!
শুরু হয় তা'লীম, তাবলীগ, তাসাউউফ আর জিহাদের হাতে কলমে প্রশিক্ষণ!
বীর মোজাহিদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান (রা.), হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী (রা.), মোহাদ্দিস ইমাম আনওয়ার শাহ কাশ্মিরী (রা.), দাঈ-এ ইসলাম ইলিয়াস (রা.) দের মতো সাহাবী নমুনার মহান সাধকরা বের হয়ে আসেন এ ঐতিহাসিক প্রতিষ্ঠান থেকে!
প্রত্যেকেই নিজ নিজ খেদমতক্ষেত্রে যুগশ্রেষ্ঠের স্বীকৃতি পেয়েছেন।
এঁদের অন্যতম হযরত ইলিয়াস রা.-এর কর্মপদ্ধতি নির্ধারিত হয় ইমাম বোখারীর মত এক স্বপ্নের মাধ্যমে!
বোখারীর মতো দাওয়াতের এ পদ্ধতির সফলতার ঢেউ আছড়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে!
কোটি কোটি বনী আদম ফিরে আসেন আপন রবের দুয়ারে!
আল্লাহু আকবার!!
নিন্দুকেরাও বসে নেই; এই মেহনতকে স্বপ্নের ধর্ম বলে উপহাস করতে থাকে শুরু থেকেই!
সেই তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখছি;
"সহীহ বোখারীও কি স্বপ্নের কিতাব!?"

মন্তব্যসমূহ

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf