পোস্টগুলি

অক্টোবর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিরক সমাচার (৩-৪)

ছবি
শিরক সমাচার-৩ শুরুতে কয়েকটা পরিভাষার সাথে পরিচিত হওয়া প্রয়োজন। আমরা আল্লাহ তায়ালাকে রব হিসেবে বিশ্বাস করি। আল্লাহ তায়ালার সত্ত্বা, গুণ ও কাজকে আমরা অনন্য বিশ্বাস করি। অনন্য অর্থ কী? একমাত্র আল্লাহর মাঝেই আছে। অন্য কারও মাঝে নয়। একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। অন্য কারও মাঝে যেটা থাকতে পারে না। যিনি প্রভূ কেবল তার মধ্যেই থাকবে। এধরণের বিষয়কে আমরা খাসাইসুর রুবুবিয়্যা বা রবের অনন্য বৈশিষ্ট্য বলি।  কয়েকটা উদাহরণ দেয়া যাক। আমরা বিশ্বাস করি, যিনি প্রভূ, তাকে অবশ্যই ক্ষমতা সম্পন্ন হতে হবে। তার ক্ষমতা থাকবে। অক্ষম কেউ প্রভূ হতে পারে না। এখন প্রশ্ন হলো,  ক্ষমতা কি প্রভূর অনন্য বৈশিষ্ট্য? স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখা যায়, সীমিত পর্যায়ে সৃষ্টির মধ্যেও ক্ষমতা আছে। তাহলে ক্ষমতা প্রভূর অনন্য বৈশিষ্ট্য হলো কী করে? এই বিষয়টা বোঝা খুব জরুরি। ক্ষমতা বা কুদরত অবশ্যই প্রভূর অনন্য বৈশিষ্ট্য। এটা শুধু প্রভূর মাঝেই আছে। অন্য কারও মাঝে নেই।  প্রভূর ক্ষমতা: স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও অসীম।  সৃষ্টির ক্ষমতা: অন্যের দেয়া, অসম্পূর্ণ ও সসীম।  এবার চিন্তা করে দেখুন। প্রভূর ক্ষমতা আস

শিরক সমাচার (১-২)

ছবি
পর্ব-১ কয়েকটা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করার ইচ্ছা ছিলো। অনেকের সাথে অঙ্গীকারবদ্ধও ছিলাম। কিছু ব্যস্ততার জন্য তেমন সময় দিতে পারি না। আরও কিছু দিন হয়তো বিচ্ছিন্ন থাকবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ তায়ালা ব্যতীত অন্যের কাছে কিছু চাওয়া। এক্ষেত্রে  আমাদের কী বিশ্বাস রাখতে হবে। কতটুকু পর্যন্ত ইসলামের গন্ডির মধ্যে থাকবে। এ বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন। আকিদার অস্পষ্টতার কারণে বিষয়টি অনেক সময় ভয়াবহ হয়ে ওঠে। সঠিক আকিদা না জানার কারণে নিজে যেমন ভুলের মধ্যে থাকে। সেই সাথে অন্যকেও আক্রমণের লক্ষ্য বানায়। উদাহরণ হিসেবে বলা যায়, ইমাম ইবনুল জাওযী রহ. তার বিখ্যাত কিতাব আল-ওফা বি-আহওয়ালিল মুস্তফা কিতাবে আবু বকর আল-মিনকারী থেকে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম ত্ববারানী, ইমাম আবুশ শায়খ ও ইমাম আব বকর মিনকারী মদিনায় অবস্থান করছিলেন। এক সময় তারা মারাত্মক ক্ষুধার্ত হয়ে পড়েন। ইমাম আবু বকর মিনকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা ক্ষুধার্ত। আমরা ক্ষুধার্ত। একথা বলে আমি উঠে যাচ্ছিলাম। আবুশ শায়খ আমাকে বললো, বসো। হয়তো রিজিকের ব্যবস্থা হবে না হয় এখানে ইন্তেকাল করবো। 

তোমরা যারাঃ মহররম মাসে বিবাহ-শাদী করাকে নিষিদ্ধ মনে কর

তোমরা যারাঃ মহররম মাসে বিবাহ-শাদী করাকে নিষিদ্ধ মনে কর ======================================== ইতিহাসের কিতাব সমূহ প্রমান করে- ১. রাসূলুল্লাহ (সঃ) নিজে হযরত খাদীজা (রা) কে মহররম মাসের ১০ তারিখে বিবাহ করেছিলেন।। ২. রাসূলুল্লাহ (সঃ) এর কন্যা, হযরত উম্মে কুলসুম (রা) এর বিবাহ হযরত উসমান (রা) এর সাথে ৩য় হিজরীতে মহররম মাসে হয়েছিল।। এটি অনেক গুলো বর্ণনার অন্যতম।। ৩. রাসূলুল্লাহ (সঃ) এর অপর কন্যা, হযরত ফাতিমা (রা) এর বিবাহ হযরত আলী (রা) এর সাথে ২য় হিজরীতে মহররম মাসে হয়েছিল।। এটিও অন্যতম একটি বর্ণনা।। যারা পথভ্রষ্ট শিয়াদের প্ররোচনায় পড়ে মহররম মাসে বিবাহকে নিষিদ্ধ মনে করেন তারা বড় আজব দলিল দেন!! তারা বলে- "মহররম মাসে হযরত হোসেইন (রা) কে হত্যা করা হয়েছে, এই শোকের সময় কীভাবে বিবাহ হতে পারে।।" তাদের কাছে প্রশ্ন করা যায়- "বাপ বড় না ছেলে বড়?? হযরত আলী (রা) কে ২১ রামাদান ৪০ হিজরীতে হত্যা করা হয়!! কই কেউ তো বলে না রামাদান মাসে বিবাহ করা নিষেধ??!!" অথচ আলী (রা) মর্যাদার দিক থেকে ৪র্থ খলিফা, রাসূল(সঃ) এর অন্যতম নির্ভরযোগ্য সাহাবী, চাচাতো ভাই আবার হাসান-হোসেন (