তোমরা যারাঃ মহররম মাসে বিবাহ-শাদী করাকে নিষিদ্ধ মনে কর
তোমরা যারাঃ মহররম মাসে বিবাহ-শাদী করাকে নিষিদ্ধ মনে কর
========================================
========================================
ইতিহাসের কিতাব সমূহ প্রমান করে-
১. রাসূলুল্লাহ (সঃ) নিজে হযরত খাদীজা (রা) কে মহররম মাসের ১০ তারিখে বিবাহ করেছিলেন।।
২. রাসূলুল্লাহ (সঃ) এর কন্যা, হযরত উম্মে কুলসুম (রা) এর বিবাহ হযরত উসমান (রা) এর সাথে ৩য় হিজরীতে মহররম মাসে হয়েছিল।। এটি অনেক গুলো বর্ণনার অন্যতম।।
৩. রাসূলুল্লাহ (সঃ) এর অপর কন্যা, হযরত ফাতিমা (রা) এর বিবাহ হযরত আলী (রা) এর সাথে ২য় হিজরীতে মহররম মাসে হয়েছিল।। এটিও অন্যতম একটি বর্ণনা।।
যারা পথভ্রষ্ট শিয়াদের প্ররোচনায় পড়ে মহররম মাসে বিবাহকে নিষিদ্ধ মনে করেন তারা বড় আজব দলিল দেন!!
তারা বলে- "মহররম মাসে হযরত হোসেইন (রা) কে হত্যা করা হয়েছে, এই শোকের সময় কীভাবে বিবাহ হতে পারে।।"
তারা বলে- "মহররম মাসে হযরত হোসেইন (রা) কে হত্যা করা হয়েছে, এই শোকের সময় কীভাবে বিবাহ হতে পারে।।"
তাদের কাছে প্রশ্ন করা যায়-
"বাপ বড় না ছেলে বড়?? হযরত আলী (রা) কে ২১ রামাদান ৪০ হিজরীতে হত্যা করা হয়!! কই কেউ তো বলে না রামাদান মাসে বিবাহ করা নিষেধ??!!"
"বাপ বড় না ছেলে বড়?? হযরত আলী (রা) কে ২১ রামাদান ৪০ হিজরীতে হত্যা করা হয়!! কই কেউ তো বলে না রামাদান মাসে বিবাহ করা নিষেধ??!!"
অথচ আলী (রা) মর্যাদার দিক থেকে ৪র্থ খলিফা, রাসূল(সঃ) এর অন্যতম নির্ভরযোগ্য সাহাবী, চাচাতো ভাই আবার হাসান-হোসেন (রাঃ) এদের উভয়ের পিতা, ফাতিমা (রা) এর স্বামী।।
আল্লাহ আমাদের সকলকে শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।।
কৃতজ্ঞতায়ঃ
মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান (হাফিযাহুল্লাহ)
মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান (হাফিযাহুল্লাহ)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন