ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্নঃ 
আসসালামু আলাইকুম,
Forex Exchange এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন মুদ্রার বিনিময়ে যে লভ্যাংশ পাওয়া যাবে তা কি ব্যবসায়িক ভাবে হালাল আয় হিসেবে ধরে নেয়া যাবে ?
(যদি হালাল হয় বা না হয়, সেক্ষেত্রে শর'ঈ কোন হুকুমের ভিত্তিতে, অনুগ্রহ করে জানাবেন?)
বারাকাল্লাহ।।

উত্তরঃ
ওয়ালাইকুম আসসালাম।
বর্তমানে বিশ্বায়নের যুগে আন্ত:বর্ডার লেনদেন প্রতিনিয়তই হচ্ছে, হবে। প্রত্যেক দেশেরই অপর দেশের মুদ্রার প্রয়োজন হবে। ব্যবসায়িক লেনদেন, বিনিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের জমাকরণ ইত্যাদি নানা কারণেই লাগবে। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ে মৌলিকভাবে কোনো শরয়ী সমস্যা নেই। তবে যে কোন মুদ্রা লেনদেনেই শর্ত হলো লেনদেনটা স্পট বা নগদ হতে হবে। আর একই জাতীয় মুদ্রা হলে (যেমন USD-USD) অতিরিক্ত শর্ত হলো, সমান পরিমাণ হতে হবে। যেমন: ১০০ USD - ১০০ USD।
তো, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের প্রয়োজনেই আন্তর্জাতিক মুদ্রা বাজারে লেনদেন করতে হয়। এখানে লেনদেনটা মূলত তিন ভাবে হয়। Spot, Forward এবং Futures। Forward এবং Futures এবং তৎসংশ্লিষ্ট Options সবই ভবিষ্যতে পরিশোধ্য, কাজেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই।

স্পট মৌলিকভাবে হালাল, তবে এ ক্ষেত্রেও লক্ষণীয় যে, উভয় লেনদেন একই দিনে শুরু করতে হবে, যদিও ডেলিভারির ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মনীতির কারণে দুয়েক দিন কম-বেশি হয় না কেন। এমন নয় যে এক পক্ষ চুক্তির দিন পে করল, অপর পক্ষ এক-দুই দিন পর।
তবে এটা তখনই জায়েজ, যখন সত্যিকারের প্রয়োজনের কারণে কেউ মুদ্রা ক্রয়-বিক্রয় করবে, যেমন কেন্দ্রীয় ব্যাংক, সাধারণ ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি।

প্রয়োজন ছাড়া কেবল মুদ্রার মান উঠা-নামার মাধ্যমে লাভবান হওয়া জুয়ার নামান্তর, যা Forex এ ব্যক্তিগত বিনিয়োগে ঘটে থাকে। তাছাড়া প্রয়োজন ছাড়া মুদ্রার এমন লেনদেনে মুদ্রা তার অন্যতম বৈশিষ্ট্য তথা স্থিতি হারায়। ফলে মুদ্রা বেশি ওঠানামা করে। শরীয়াহ মুদ্রার অপ্রয়োজনীয় লেনদেন অপছন্দ করে বলেই সমান সমান (একই মুদ্রার ক্ষেত্রে) এবং নগদ হওয়ার শর্ত দিয়েছে। যেন একান্ত প্রয়োজনেই মানুষ তার বিনিময় করে। অন্য সকল ব্যবসার ন্যায় এখানে বাকীতে বিক্রয়ে মুনাফা করার সুযোগ নেই।
এটা ছাড়াও Forex এ লেনদেনের অধিকাংশই লেভারেজের মাধ্যমে বা ঋণের মাধ্যমে হয়ে থাকে, যে ঋণ ব্রোকার দেয় এবং তা সুদভিত্তিক হয়।

(মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহ ফরেক্সের লেনদেন বিষয়ে পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছেন। সেগুলোর ভিত্তিতে নাজায়েজ বলেছেন। এমনকি স্পট সেলও। - ফিকহুল বুয়ূ ২/৭৬৩-৭৬৫)

সব মিলিয়ে ব্যক্তিগত Forex ব্যবহারের ব্যাপারে পূর্বে আমার ধারণা নমনীয় থাকলেও International Finance কোর্সটা করার পর এটাকে কেবল জুয়া মনে হয়। আল্লাহ আমাদের হালালের ওপর অটল রাখুন।

উত্তর দিয়েছেন -
মুফতি ইউসুফ সুলতান
ইসলামী অর্থনীতি ফোরাম

এই সপ্তাহে সর্বাধিক পঠিত

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

রুকইয়াহ আশ-শারইয়্যাহ (ডাউনলোড)

ইসতিখারার সুন্নত তরিকা + pdf