মাছ ব্যতীত পানিতে বসবাসকারী অন্য প্রাণী খাওয়ার বিধান কী?
প্রশ্নঃ
কাঁকড়া খাওয়ার বিধান কী?
উত্তরঃ
হানাফী মাজহাব এর বিশেষজ্ঞদের মতে, কাকড়া এটা 'কুরআনে বর্ণিত 'খাবায়েস' এর অন্তর্ভুক্ত'! সুরা আরাফের ১৫৭ নং আয়াত মোতাবেক, "তায়্যিবাত হালাল, আর খাবায়েস হারাম"!
সুতরাং এ অঞ্চলের বিশেষজ্ঞদের মতে কাকড়া খাওয়া জায়েজ নয়, মাকরুহে তাহরীমী। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মতও তাই।
শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০
উল্লেখ্য, নিজের সুবিধামত ভিন্ন মাসলাক বা মাজহাবের সুযোগ গ্রহণের অনুমতি নেই। কেও যদি নিজের মন মত বিভিন্ন মাজহাবের ছাড়গুলো গ্রহণ করে, তাহলে সালাফের সালেহীন এর সিদ্ধান্ত অনুযায়ী সে পথভ্রষ্ট।
আল্লাহ পানাহ!
-------
প্রশ্নঃ
পানির প্রানী হারাম হালাল বোঝার উপায় কি? যেমন, কচ্ছপ, অক্টোপাস, ঝিনুক, কাকড়া... আমি কিভাবে বুঝব যে কোনটা হালাল আর কোনটা হারাম?
উত্তরঃ
মাছ ব্যতীত অন্য প্রানী খাওয়া হালাল নয়।
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের জন্য দু’ প্রকারের মৃতজীব ও দু’ ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু’টি হলো মাছ ও টিড্ডি এবং দু’ প্রকারের রক্ত হলো কলিজা ও প্লীহা।
- ইবনে মাজাহ - ৩৩১৫, আহমাদ - ৫৬৯০, দারাকুতনী - ৪৬৮৭, শারহুস সুন্নাহ - ২৮০৩। সনদ সহিহ।
দ্রষ্টব্যঃ এলাউস সুনান- ১৭/১৮৭, আল লুবাব ফি শারহিল কিতাব- ৩/২৩০, হেদায়া- ১১/৬০৪, মাজমাউল আনহুর- ২/৫১৪
-----
উত্তর প্রদানেঃ শায়েখ আব্দুল্লাহ আল মামুন
সোর্সঃ [-১], [-২]
কাঁকড়া খাওয়ার বিধান কী?
উত্তরঃ
হানাফী মাজহাব এর বিশেষজ্ঞদের মতে, কাকড়া এটা 'কুরআনে বর্ণিত 'খাবায়েস' এর অন্তর্ভুক্ত'! সুরা আরাফের ১৫৭ নং আয়াত মোতাবেক, "তায়্যিবাত হালাল, আর খাবায়েস হারাম"!
সুতরাং এ অঞ্চলের বিশেষজ্ঞদের মতে কাকড়া খাওয়া জায়েজ নয়, মাকরুহে তাহরীমী। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মতও তাই।
শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০
উল্লেখ্য, নিজের সুবিধামত ভিন্ন মাসলাক বা মাজহাবের সুযোগ গ্রহণের অনুমতি নেই। কেও যদি নিজের মন মত বিভিন্ন মাজহাবের ছাড়গুলো গ্রহণ করে, তাহলে সালাফের সালেহীন এর সিদ্ধান্ত অনুযায়ী সে পথভ্রষ্ট।
আল্লাহ পানাহ!
-------
প্রশ্নঃ
পানির প্রানী হারাম হালাল বোঝার উপায় কি? যেমন, কচ্ছপ, অক্টোপাস, ঝিনুক, কাকড়া... আমি কিভাবে বুঝব যে কোনটা হালাল আর কোনটা হারাম?
উত্তরঃ
মাছ ব্যতীত অন্য প্রানী খাওয়া হালাল নয়।
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের জন্য দু’ প্রকারের মৃতজীব ও দু’ ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু’টি হলো মাছ ও টিড্ডি এবং দু’ প্রকারের রক্ত হলো কলিজা ও প্লীহা।
- ইবনে মাজাহ - ৩৩১৫, আহমাদ - ৫৬৯০, দারাকুতনী - ৪৬৮৭, শারহুস সুন্নাহ - ২৮০৩। সনদ সহিহ।
দ্রষ্টব্যঃ এলাউস সুনান- ১৭/১৮৭, আল লুবাব ফি শারহিল কিতাব- ৩/২৩০, হেদায়া- ১১/৬০৪, মাজমাউল আনহুর- ২/৫১৪
-----
উত্তর প্রদানেঃ শায়েখ আব্দুল্লাহ আল মামুন
সোর্সঃ [-১], [-২]