শবে বরাত; ফাযায়েল, মাসায়েল, কুসংস্কার এবং কিছু কথা...
শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার শাবান ও শবে বরাত গ্রন্থে রয়েছে। ফেসবুকের পাঠকদের সুবিধার্থে বিভিন্ন পর্বে ভাগ করে এ সংক্রান্ত কয়েকটি পোস্ট দিয়েছিলাম। দীর্ঘ একটি নোট দেওয়ার অাবদার করেছিলেন অনেক ভাই। তাদের আবদার রক্ষার্থে এটি দেওয়া হল। বাকি বিস্তারিত অালোচনা পড়ুন ' শাবান ও শবে বরাত' গ্রন্থে। আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতকে একটি মধ্যপন্থি উম্মত বানিয়েছেন। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে-‘এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা অন্যান্য লোক সম্পর্কে সাক্ষী হও এবং রাসূল হন তোমাদের পক্ষে সাক্ষী।’ (সূরা বাক্বারা, আয়াত: ১৪২) অর্থাৎ অন্যান্য উম্মতের তুলনায় এই উম্মতকে সর্বাপেক্ষা মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছেন। তাই এ উম্মতকে এমন বাস্তবসম্মত বিধানাবলী দেওয়া হয়েছে, যা কিয়ামত পর্যন্ত মানবতার সঠিক দিক-নির্দেশনা করতে সক্ষম। অন্যান্য উম্মতের মতো মুসলমানদেরকে এমন বিধান দেয়া হয় নি, যা অতি কঠিন কিংবা অতি শিথিল। আবার এই উম্মত বিশ্বাস কিংবা কর্মে অথবা ইবাদতে মোটকথা সর্বক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ। তারা পূর্