আহলে বাইত ও সাহাবা পরিবারের বৈবাহিক সম্পর্ক
আহলে বায়াতের সাথে আহলুস সুন্নাহ’র সম্পর্ক বনাম শী’আদের আহলে বায়াতের প্রতি ভিত্তিহীন পিড়ীতি! Relationship by marriage between Ahlul-Bait and Sahaba ---- শী’আদের অন্যতম অভিযোগ হলো- তারাই আহলে বায়াতকে ভালোবাসে এবং তাদের অনুসরণ করে। কিন্তু আমাদের দাবি হলো- সুন্নিরাই অর্থাৎ আহলুস সুন্নাহ-ই প্রতৃত অর্থে আহলে বায়াতকে ভালোবাসে এবং আহলে বায়াতও সুন্নিদেরকেই ভালোবাসে। আসুন এই দাবির স্বপক্ষে আসল বাস্তবতাটা দেখি। হযরত আলী (রা.) এর সন্তানদের সঙ্গে কাদের বিয়ে হয়েছে? একজন শী’আ মতাদর্শী কি দেখানো যাবে যে কিনা হযরত আলী (রা.)-এর অন্তত একজন সন্তানের সাথে বিয়ে হয়েছে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক হয়েছে? কোনো শী’আ কি কোনো আহলে বায়াতকে কিংবা কোনো আহলে বায়াত কি শী’আদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? ১. হযরত আলী (রা.)-এর এক কন্যা রামলা’র বিয়ে হয়েছে মুয়াবিয়া ইবনে আল-হাকাম, মারওয়ানের ভাইয়ের সাথে। ২. খাদিজা বিনতে আলী বিন আবি তালিব। তার বিয়ে হয়েছিল আবদুর রহমান বিন আ’মর বিন কারিয়ের সাথে। যিনি কিনা ‘বনু আব্দ আল- শামস’ গোত্রের এবং সম্পর্কে মুয়াবিয়ার কাজিন ছিলেন। ৩. উম্মে কুলসুম বিনতে আলী বিন আবি তালিব। তার ব